একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাবাজারস্থ নিজবাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বুলবুল চৌধুরীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন।
রবিবার সকাল ৯টায় বাংলাবাজারের প্যারীদাস রোডের শিমতলা মসজিদে প্রথম জানাজা শেষে সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় জানাজার জন্য তার কফিন বাংলা একাডেমিতে নিয়ে আসা হয়।
বুলবুল চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে সম্মানিত করে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি (উপন্যাস), ছোট গল্পগ্রন্থ- টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো।