Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৯ জনের মৃত্যু

এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ১৫ জনে

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৪:৫৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ১৫ জনে। একই সময়ে করোনাভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৪৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।

রবিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ১৭৭টি ও পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৯২১টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি। নমুনা পরিক্ষার তুলনায় শনাক্তের হার ১৪.১৪%। মোট পরিক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮৪%।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ জন, চট্রগ্রাম বিভাগের ২১, রাজশাহীতে ৭, খুলনায় ৯, বরিশালে ৮ জন, সিলেটে ১০ জন, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

নিহতদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৪৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৫০ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ১৫ জন ও ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন মারা গেছেন।

   

About

Popular Links

x