Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ১৬ কেজি বোয়াল

পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি তা আকারে বড় হয় তাহলে তো কথাই নেই

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১১:৪৭ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় পলাশ হলদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল বোয়াল মাছ।

সোমবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে এই বোয়াল মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের শাজাহান শেখের মৎস্য আড়তে আনা হলে তিনি ২,২০০ টাকা কেজি দরে সেটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, “পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি তা আকারে বড় হয় তাহলে তো কথাই নেই। সবসময় পদ্মার মাছের চাহিদা থাকে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা আগে থেকেই বলে রাখেন। এজন্য বড় মাছ ধরা পড়লেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।”

তিনি আরও জানান, ২,৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় ফরিদপুরের মধুখালীর এক ব্যবসায়ীর নিকট বেয়াল মাছটি বিক্রি করেছেন।

প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান মাছ পাওয়া যাবে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

   

About

Popular Links

x