Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

আবারও বাড়ছে পদ্মার পানি, রাজবাড়ীর ৮ হাজার পরিবার পানিবন্দি

প্লাবিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গবাদি পশুর খাবারের সঙ্কট

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৪:০৩ পিএম

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি গত কয়েকদিনের বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি বেড়েছে বলে জানা গেছে। 

সোমবার (৩০ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য নিশ্চিত করেছে।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডারদের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাংশার সেনগ্রাম পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদরের মাহেন্দ্রপুর পয়েন্টে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বেড়ে যাওয়াতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, বিস্তীর্ণ চরাঞ্চল, বেড়িবাঁধের নিচের অংশ প্লাবিত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের তথ্যমতে, জেলায় ১৩টি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ৮ হাজার পরিবার পানিবন্দি রয়েছে। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গবাদি পশুর খাবারের সঙ্কট।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, “তিনদিন পানি কমতে থাকলেও দুটি পয়েন্ট পানি বেড়েছে সোমবার। গত দুই দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে।” তবে এতে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

About

Popular Links