Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে কিট সংকটে কোভিডের র‌্যাপিড টেস্ট বন্ধ

সোমবার (৩০ আগস্ট) থেকে নগরীর ভ্রাম্যমাণ কোভিড পরীক্ষার সব বুথ বন্ধ করে দেওয়া হয়

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০২:২৮ পিএম

রাজশাহীতে কিটের অভাবে বন্ধ করোনাভাইরাসের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা।

সোমবার (৩০ আগস্ট) থেকে নগরীর ভ্রাম্যমাণ কোভিড পরীক্ষার সব বুথ বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, গত জুন মাসে রাজশাহীতে দৈনিক করোনা শনাক্তের হার চূড়ায় উঠেছিল। প্রতিদিনই ৫০% এর ওপরে ছিল সংক্রমণের হার। সেসময় ৬ জুন থেকে দ্রুত রোগী শনাক্ত করতে সিটি করপোরেশনের উদ্যোগে নগরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। প্রথমে পাঁচটি বুথ থাকলেও পরে বাড়িয়ে ১৩টি করা হয়।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, “আমাদের এখানে কিট সংকটের কারণে পরীক্ষা আপাতত বন্ধ আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছি। আমাদের হাতে কিট আসলেই পুনরায় টেস্ট শুরু করবো।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, “সিভিল সার্জন অফিস থেকে আমরা ৭০০-৮০০টি করে কিট পেতাম। সেটা দিয়ে কয়েক দিন পরীক্ষা করতাম। সবশেষ ৭৫০ কিট পেয়েছিলাম। সেটাও শেষ হয়ে গেছে। তাই টেস্ট বন্ধ করে দিতে হয়েছে। কিট এলে আবার কার্যক্রম শুরু হবে।”

 


About

Popular Links