Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লাগার বিষয়কে হালকা করে দেখার সুযোগ নেই’

পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনকালে এ কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০২:৫৬ পিএম

পদ্মাসেতুর স্প্যানে ধাক্কা লাগার বিষয়কে হালকা করে দেখার সুযোগ নেই। সেতুর প্রকৌশলী টিম পদ্মা সেতুর স্প্যানে আঘাতের কোনো চিহ্ন খুঁজে পায়নি, তবুও এ ঘটনাকে হালকা করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (৩১ আগস্ট) পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনকালে এসব জানান তিনি।

তিনি বলেন, "যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার সাথেই ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আরও পড়ুন- এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

প্রসঙ্গত, এর আগে ১৮ দিনের ব্যবধানে সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে  বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে রোরো ফেরির ধাক্কা ঘটনা ঘটেছে। এতে ফেরির পদ্মা সেতুর স্প্যানের কোনো ক্ষতি হয়নি বলে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের নিশ্চিত করেন। 

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন, "আমরা স্প্যানটি দেখে আসলাম। স্প্যান কোনোভাবে ক্ষতিগ্রস্থ হয় নি। তাতে কোনো দাগ বা আঁচড় পাইনি।"

এ ব্যাপারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির মাস্টার রাসেলের দাবি, ফেরির মাস্তুলের সাথে স্প্যানের ধাক্কা লাগার আগেই মাস্তুল নামিয়ে ফেলা হয়েছিলো।

তিনি আরো বলেন, "ফেরির মাস্তুল মূলত হাইড্রলিক হয়। পদ্মাসেতুতে আসার আগেই মাস্তুল নামিয়ে ফেলা হয়। আমরাও তাই করেছি। পদ্মাসেতু আসার কয়েক সেকেন্ডেই মাস্তুল নামিয়ে ফেলি।"

   

About

Popular Links

x