টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ে শহীদ জননী জাহানারা ইমামের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম হলের সামনে ম্যুরালের উদ্বোধন করেছেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান।
এ সময় শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. রোকেয়া বেগম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.আনোয়ার হোসেন, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. সৈয়দ মওদুদ-উল-হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ নাজমুস সাদেকীন, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যুরাল উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।