Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৮ পিএম

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৯৫ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী বিভিন্ন হাসপাতালে ২৫০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছেন।  

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ জনে। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯ হাজার ৪৪৭ জন।

 

   

About

Popular Links

x