Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

আজ থেকে ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি

তবে সাপ্তাহিক ছুটির দিন ‘ট্রাক সেল’ বন্ধ থাকবে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯ এএম

আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে এ বিক্রয় কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায় টিসিবি।

টিসিবি জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন “ট্রাক সেল” বন্ধ থাকবে।

তারা আরও জানায়, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।


   

About

Popular Links

x