Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

বনভুমি উদ্ধার করতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১২

গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৯ পিএম

কক্সবাজারের রামুতে বনবিভাগের জমির ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে ফেরার সময় দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় হামলায় আহত হয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বনিক এবং বাগান মালি অসিত পাল।

কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে একদল ভুমিদস্যু রেঞ্জ কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে অন্তত ১২জন আহত হয়েছে। 

তিনি আরও জানান, এ ব্যাপারে বনবিভাগ বাদী হয়ে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

About

Popular Links