Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

কবর প্রস্তুত, শেষ ইচ্ছা পূরণ হচ্ছে আইয়ুব বাচ্চুর

সকাল ৭টা থেকে কবর খোঁড়া শুরু করেন মো. জাফর (৬০), মো. সরওয়ার (৩০) ও ইমাম হোসেন (২০) নামে তিনজন নিকট আত্মীয়।

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০২:২০ পিএম

লাখো ভক্তকে কাঁদিয়ে চলে যাওয়া জনপ্রিয় সঙ্গীত তারকা ও চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুর শেষ ঠিকানা হচ্ছে নগরীর স্টেশন রোডস্থ চৈতন্য গলির বাইশ মহল্লার কবরস্থান। সেখানে মায়ের কবরের পাশে প্রস্তুত করা হয়েছে তার কবর। মায়ের পাশেই চিরনিদ্রায় শোয়াই নাকি শেষ ইচ্ছা ছিল এই গিটার জাদুকরের। 

আজ শনিবার আসর নামাজের পর আইয়ুব বাচ্চুকে দাফন করা হবে। সকাল ৭টা থেকে কবর খোঁড়া শুরু করেন মো. জাফর (৬০), মো. সরওয়ার (৩০) ও ইমাম হোসেন (২০) নামে তিনজন নিকট আত্মীয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আইয়ুব বাচ্চুর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার খরণা ইউনিয়নের হলেও তিনি ছোটকাল থেকে বড় হয়েছেন চট্টগ্রাম শহরে। নগরীর ফিরিঙ্গী বাজার ও এনায়েত বাজারে তাদের বাড়ি থাকলেও তিনি থাকতেন নগরীর মাদারবাড়ীর নানার বাড়িতে।

আইয়ুব বাচ্চুর মামা আবদুল আলীম লোহানী ইউএনবিকে বলেন, ‘বাচ্চুর শেষ ইচ্ছা ছিল তার মায়ের পাশে যেন তাকে কবর দেওয়া হয়।’ 

জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আইয়ুব বাচ্চুর জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে মেয়র আ জ ম নাছির বলেন, ‘আইয়ুব বাচ্চু চট্টগ্রাম তথা দেশের সম্পদ ছিল। তার প্রতি আমরা কতৃজ্ঞ। তাকে স্বরণ করে আমরা তার স্মৃতি রক্ষায় উদ্যোগ নিয়েছি এবং করপোরেশনের তত্ত্বাবধায়নে দাফনের ব্যবস্থা নিয়েছি।’

আজ সকালে বেসরকারি বিমানে ঢাকা থেকে গুণী এই শিল্পীর মরদেহ চট্টগ্রামে আনার পর রাখা হয়েছে নগরীর মাদারবাড়ীস্থ নানার বাড়ির পাশে বালুর মাঠে। সেখানে হাজার হাজার ভক্ত অনুরাগী প্রিয় এ শিল্পীকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছেন। বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকালে ঢাকায় মারা যান আইয়ুব বাচ্চু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

   

About

Popular Links

x