Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসের টিকা পাবেন প্রতিবন্ধী ব্যক্তিরাও

পাশাপাশি, অন্তঃসত্ত্বাদের টিকা নেওয়ার ক্ষেত্রে আগের নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৫ পিএম

করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদেরও আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।

ডা. শামসুল হক বলেন, ‘‘সমাজকল্যাণ অধিদপ্তরের দেওয়া ‘‘সুবর্ণ কার্ড’ এর মাধ্যমে নিবন্ধন করে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন টিকা নিতে পারেন, সে চেষ্টা আমরা করছি। নতুন একটি উইন্ডো হবে, যেখান থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা টিকা নিতে পারবেন।’’

তিনি বলেন, ‘‘তবে সবক্ষেত্রেই এখন পর্যন্ত টিকা গ্রহণের বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে। টিকা বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে তালিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তারা অনেকেই টিকা নিয়েছেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা যেন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে নিবন্ধন করতে পারেন, আমরা সেই চেষ্টাও করছি। তবে সেই তালিকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে। খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগটা আমরা দিতে পারবো বলে আশা করি।’’

এছাড়া, অন্তঃসত্ত্বাদের টিকা গ্রহণের ক্ষেত্রে আগের নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অন্তঃসত্ত্বা নারীদের জন্য আমরা একটি ব্যবস্থা করতে পেরেছি। মোবাইল ফোনে এসএমএস না পেলেও যে কেন্দ্রে তারা নিবন্ধন করেছেন, সেখানে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এএনসি কার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র, যাতে উল্লেখ থাকবে তিনি অন্তঃসত্ত্বা, সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। স্তন্যদানকারী নারীরাও এসএমএস ছাড়াই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।’’

   

About

Popular Links

x