Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারত থেকে সোহেল রানাকে ফেরত চেয়ে পুলিশের চিঠি

রবিবার (৫ সেপ্টেম্বর) ভারতের দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩ পিএম

রাজধানীর বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে রবিবার (৫ সেপ্টেম্বর) ভারতের দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

দেশের অন্যতম প্রচলিত দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম জানান, ভারতে গ্রেপ্তারকৃত ঢাকার পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে ফেরত চেয়ে রবিবার ভারতের দিল্লিতে অবস্থিত এনসিবিকে চিঠি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশাবাদী।

প্রসঙ্গত,  শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়লে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কোচবিহারের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি স্থলপথে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টা করছিলেন।


আরও পড়ুন- বনানী থানার সেই পুলিশ কর্মকর্তার সম্পদের পাহাড়!


এদিকে, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বনানী থানার সাময়িক বরখাস্ত পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার বিরুদ্ধে গুলশান থানায় দায়েরকৃত প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে আবেদন করেছেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, সোহেল রানার অপরাধলব্ধ অর্থসম্পদ আছে কি না, সেই বিষয়ে ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে। সোহেল রানার অর্থসম্পদের বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক, রাজউক, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, বিআরটিএসহ সংশ্লিষ্ট কয়েকটি সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। এখনও তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য এসে এখনও পৌঁছায়নি।

   

About

Popular Links

x