Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাঁধ ভেঙ্গে বন্যাকবলিত ফেনীবাসী

এ মৌসুমে মোট তিনবার বন্যার কবলে পড়েছেন তারা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৫ পিএম

তৃতীয় দফার বন্যা ও পাহাড়ি ঢলের ফলে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী উপজেলার সাতটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।

এখন পর্যন্ত নতুন করে দুইটি গ্রামসহ মোট সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতার কারণে ফেনীর পরশুরাম সড়কের যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, এ  মৌসুমে ১ জুলাই, ২৬ আগস্ট ও সর্বশেষ ৫ সেপ্টেম্বর মোট তিনবার বন্যার কবলে পড়েছেন তারা। নদী রক্ষা বাঁধ ভেঙে এ বন্যার সৃষ্টি হয়েছে বলেও জানান তারা। বার বার বাঁধের মেরামত করা হলেও আবার ভেঙে যায়।

স্থানীয়দের বরাতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, রবিবার সকালে ভারতী থেকে আসা পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়।

পানি উন্নয়ন বোর্ডের ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি হলে পানি আরও বাড়বে বলেও জানান তিনি।

About

Popular Links