Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪৩ জন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এখন পর্যন্ত এ বছরে এক দিনে সর্বোচ্চ রোগী। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। 

এবছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১২,৪৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১,১০১ জন রোগী। 

আর কেবল সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই রোগী ভর্তি হয়েছেন ২,০৭৮ জন।

   

About

Popular Links

x