Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

মায়ের কবরের পাশে সমাহিত করা হলো কিংবদন্তিকে

এর আগে চট্টগ্রাম মহানগরে আইয়ুব বাচ্চুর চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ পিএম

নিজের শেষ ইচ্ছানুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত করা হলো আইয়ুব বাচ্চুকে। চট্টগ্রামের বাইশ মহল্লা চৈতন্য গলি গোরস্থানে আজ (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় বাংলা ব্যান্ডের অন্যতম এই পথপ্রদর্শককে।  

এর আগে চট্টগ্রাম মহানগরে আইয়ুব বাচ্চুর চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদে এই কিংবদন্তির সর্বশেষ জানাজায় অংশ নিতে জনসমুদ্রের মতো তাঁর ভক্তরা হাজির হয়। 

প্রিয় শিল্পীকে সর্বশেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাঁর আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, বন্ধু ও অগণিত ভক্তরা। 

এই সুরস্রষ্টার শেষ ইচ্ছা ছিল চট্টগ্রামে মায়ের কবরের পাশেই যেন তাঁকে সমাহিত করা হয়। 


   

About

Popular Links

x