Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

এক দিনে হাসপাতালে আরও ২৫৬ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ১ জন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১২ হাজার ৬৯০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১১ হাজার ৩৯৫ জন। 

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। এ পর্যন্ত এবছর ডেঙ্গুতে মারা গেছেন ৫৩ জন। 

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪২ জনে।

রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন।

About

Popular Links