Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ’

"করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় আশংকাজনকভাবে বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে"

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২ পিএম

প্রায় দীর্ঘ দেড় বছর পর আগামী রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে গেলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মহাখালীর সরকারি তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় আশংকাজনকভাবে বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে। সরকার ১৮ বছর বয়সের কম বয়সীদের জন্য টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।”

তিনি আরও বলেন, “আগামী নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের প্রতি সপ্তাহে ৫০ লাখ করে টিকা আসবে। এর সঙ্গে কোভ্যাক্স সুবিধার আওতায় যেটা আসবে সেটাও যোগ হবে। কোভ্যাক্সে সাড়ে ১০ কোটি টিকার অর্ডার আমরা দিয়েছি।”

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টায় ঢাকার তিনটি কেন্দ্রে বিডিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। সারাদেশের মোট ৮টি কেন্দ্রের অধীনে ২২টি ভেন্যুতে বিডিএসের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষার একটি কেন্দ্র পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

About

Popular Links