Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

সেসময় ওই বৃদ্ধার একটি গাভীও পুড়ে যায়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৮ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আগুনে পুড়ে ছিয়ারন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় ওই বৃদ্ধার একটি গাভীও পুড়ে যায়। 

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইউএনও মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা ও ইউপি সদস্য ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষে নগদ ১০ হাজার টাকা ও ২০ কেজি চাল দেওয়া হয়। 

এর আগে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শেখর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধার দুই মেয়ে এক ছেলে রয়েছে।

বৃদ্ধার ভাই ছিরু তালুকদার বলেন, “শুক্রবার রাতে রান্না শেষ করে রাতের খাবার খেয়ে আমার বোন ঘুমিয়ে পড়েন। মনেহচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘর ও গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। আর ছেলেমেয়েরা অন্য ঘরে ঘুমাচ্ছিল।” 


About

Popular Links