Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কুমিল্লার ছাত্রলীগ নেতা নিহত

এ ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ পিএম

কুমিল্লায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় শামসুল আলম রিপন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত রিপন কুমিল্লা মহানগর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুয়াগাজী জোড়কানন লালবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা শামসুল আলম রিপনের বাড়ি কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিপনের মৃত্যুহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

   

About

Popular Links

x