রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কোভিড পজিটিভ ছিল দুইজনের। বাকি চারজন মারা যান এ ভাইরাসের উপসর্গ নিয়ে।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। দুইজনের বয়স ৬০ বছরের উপরে। বাকিদের তিনজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। একইসময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১২৯ জন। এদের ভেতর আইসিইউতে রয়েছেন ১২ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৪৭ জনের কোভিড পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৫ জন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কোভিড নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন আরও ২৭ জন।
শামীম ইয়াজদানী আরও জানান, রবিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আগের দিনের চেয়ে সংক্রমণের হার বেড়েছে ২.৩১%।