Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

যশোরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০৪:১৮ পিএম

যশোরে সাংবাদিক দানিয়েল হাবিব ওরফে নোভা খন্দকারের (৪৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ নোভা খন্দকারের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। তিনি শহরের বেজপাড়া কবরস্থান এলাকার আহসান হাবিবের ছেলে।

নোভার বাবা আহসান হাবিব জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য নোভা মসজিদে যায়। ফিরতে দেরি হওয়ায় তার বোন ঘর থেকে বের হয়ে দেখে পাশের নির্মাণাধীন ঘরের একপাশে নোভার দেহ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই শামীম জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নাজ্জার হাবিব নামে ৭ বছরের এক পুত্রসন্তান রয়েছে নোভার। সে পাবনায় তার মা শম্পার সঙ্গে থাকে এবং তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে। 

নোভা খন্দকার নিউজ পোর্টাল ‘দ্য রিপোর্ট’-এ কাজ করার পর দীর্ঘদিন বেকার ছিলেন। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক দফতর সম্পাদক তিনি। নিহতের স্বজনরা জানান, সোমবার বাদ আছর জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে দাফন করা হবে তাকে।

এদিকে নোভার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।


   

About

Popular Links

x