Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ট্রাকের নিচে ঘুমাচ্ছিল হেলপার, ওপর দিয়ে চালিয়ে দিলেন চালক

ওই ঘটনায় ট্রাক চালককে আটক করা হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৩ পিএম

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম ওই ট্রাকেরই চালক ছিল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের ইমরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার গাইদঘাট গ্রামে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে মালপত্র নিয়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় ফিরছিল ট্রাকটি। চালক ট্রাকটিকে ইমরান ফিলিং স্টেশনের সামনে রেখে রাতে ঘুমাতে যান। ট্রাকের নিচেই বিছানা পেতে হেলপার ইব্রাহীম ট্রাকটির নিচে ঘুমিয়ে পড়ে। সকাল বেলা চালক বিষয়টি খেয়াল না করে ট্রাকটিকে চালিয়ে সামনের দিকে নিতে যান। এতে ঘুমন্ত অবস্থায়ই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ইব্রাহিম। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় ট্রাক চালককে আটক করা হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

   

About

Popular Links

x