অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আদালত হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। এক গ্রাহকের করা প্রতারণা মামলার পরিপ্রেক্ষিতে এ রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে।
গুলশান থানার উপ-পরিদর্শক ওহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “র্যাব তাদেরকে গুলশান থানায় হস্তান্তর করেছে। শুক্রবার তাদের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।”
তিনি জানান, র্যাব রাসেল-শামীমার দুটি মোবাইল ফোন, কিছু ব্যবসায়িক নথি এবং নাম-ঠিকানা পুলিশকে দিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে র্যাব।