Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু: এক দিনে হাসপাতালে ভর্তি আরও ২৩২ জন

সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ৫ হাজার ১০৪ জন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬০ জনে। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ১০৪ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। 

নতুন ২৩২ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৭ জনে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৯০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০৭ জন।

   

About

Popular Links

x