টাঙ্গাইলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান রনি ওরফে ‘কোয়ার্টার রনিকে’ আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবারা (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতিকুর রহমান রনির বাড়ি টাঙ্গাইল শহরের দেওলা এলাকায়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় হত্যাসহ ৯টি মামলা রয়েছে।
টাঙ্গাইল সদর মেডিকেলের কোয়ার্টারে থাকার কারণে তিনি ‘কোয়ার্টার রনি’ নামে পরিচিত।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর থানার একটি দল রনিকে গ্রেপ্তার করে। রনিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে। রনির বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। বর্তমানে সব কয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর আগেও একাধিকবার রনিকে গ্রেপ্তার করা হয়েছিল।”
পুলিশ সুপার বলেন, “টাঙ্গাইলে কোনো শীর্ষ সন্ত্রাসী থাকবে না। পুলিশের তালিকা অনুযায়ী সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হবে। বর্তমানে পুলিশের তালিকায় জেলার ১০ জনের বেশি সন্ত্রাসীর নাম রয়েছে।”