সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস “গাঙচিল” অবলম্বনে নির্মীয়মাণ চলচ্চিত্রটির শুটিং আবারও শুরু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত শুটিং চলার কথা রয়েছে। গত জানুয়ারিতে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অভিনেতা ফেরদৌস বলেন, “নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত "গাঙচিল"র শুটিং অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনাভাইরাস মহামারির কারণে তা হয়নি। আশা করছি, এবার শুটিং শেষ করতে পারব।'
নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এর শুটিং করতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান ফেরদৌস ও পূর্ণিমা। সে সময় শুটিং শেষ না করেই পুরো ইউনিটকে ঢাকায় ফিরতে হয়েছিল।'
পরে গত জানুয়ারিতে আবার শুটিং শুরুর পূর্ণিমা ও অভিনেতা আনিসুর রহমান মিলন অসুস্থ হয়ে পড়েন। এছাড়া লকডাউনের কারণেও শুটিং অনেকটাই পিছিয়ে পড়েছে বলেও জানান তিনি।
“গাঙচিল”-এ ফেরদৌস সাংবাদিকের ভূমিকায়, অন্যদিকে, পূর্ণিমা এনজিও-কর্মীর ভূমিকায় অভিনয় করছেন। চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।