Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাবির এসএম হলে ফাটল, আসবাবপত্র সরিয়ে ফেলার নির্দেশ

বুয়েটের একটি বিশেষজ্ঞ দল দেখে ফাটলের স্থানগুলোতে ভারি জিনিসপত্র সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের দ্বিতীয় তলার বারান্দায় ফাটল দেখা দিয়েছে। এতে হলের দক্ষিণ ব্লকের দক্ষিণ ও পশ্চিমের বারান্দা থেকে খাট বা বিছানা জাতীয় ভারি আসবাবপত্র সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সলিমুল্লাহ মুসলিম হলের দক্ষিণ ব্লকের দক্ষিণ ও পশ্চিমের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। ওই বারান্দায় কোনো ধরনের খাট কিংবা ভারী আসবাবপত্র রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বারান্দায় কোনো ছাত্র অবস্থান করতে পারবে না। তাই আগামী ৭ অক্টোবরের মধ্যে বারান্দায় রাখা নিজ নিজ বিছানাপত্র ও খাট সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ছাত্রদের নির্দেশনা দেওয়া হলো।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মজিবুর রহমান বলেন, “এটি দেখার পর পরই বুয়েটের একটা বিশেষজ্ঞ দল এসে দেখে গিয়েছে। তারা পরীক্ষা করে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ফাটলের স্থানগুলোতে ভারি জিনিসপত্র সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন। ফাটলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেছে হল প্রশাসন।”

About

Popular Links