এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামান এবং তার স্ত্রী নাসরিন জামানের বিরুদ্ধে ২ কোটি ৫৩ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলা দুটি দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান।
সোমবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
মুহাম্মদ আরিফ সাদেক বলেন, “এক মামলায় বদিউজ্জামানকে একমাত্র আসামি করা হয়েছে। অপর মামলায় তার স্ত্রী নাসরিন জামানকে প্রধান করে দুইজনকে আসামি করা হয়েছে।”
মামলার এজাহার সূত্র অনুযায়ী, বদিউজ্জামানের বিরুদ্ধে ১০৩ কোটি টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।