পাঁচটি পৃথক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট।
বেগম জিয়ার আইনজীবীদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের দুটি বেঞ্চ সম্প্রসারণ আদেশটি পাস করেছেন।
মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ, ২০১৮ সালে ঢাকায় দায়ের করা তিনটি মানহানির মামলায় এবং নড়াইলে দায়ের করা অপর একটি মামলায় জামিন বাড়ানোর আদেশ দেন।
এদিকে, সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ, ২০১৫ সালে কুমিল্লায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় জামিন বাড়িয়েছেন।
কোভিড-১৯ মহামারির মধ্যেই সরকার গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশের মাধ্যমে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই রাজধানীর গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি।
গত বছর থেকে চার দফায় বেগম জিয়ার কারাদণ্ডের স্থগিতাদেশ বাড়ানো হয়।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে “জিয়া অরফানেজ ট্রাস্ট” দুর্নীতি মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর তাকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট তার কারাদণ্ডের মেয়াদ দ্বিগুণ করেন।
একই বছর “জিয়া চ্যারিটেবল ট্রাস্ট” দুর্নীতি মামলায়ও দোষী সাব্যস্ত হন তিনি।