Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

চাকরির পরীক্ষা দিতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

রাজধানীর একটি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৪ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সামিউল ইসলাম (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে তিনি রাজধানীতে যাচ্ছিলেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের ভালুকা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সামিউল ইসলামের বাড়ি সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে সামিউল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

   

About

Popular Links

x