Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: এক সন্দেহভাজন গ্রেপ্তার

তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০২:৩৯ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষনেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম (৩৫) ওরফে লম্বা সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১অক্টেবট) বেলা ১১টারদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন পুলিশ সুপার নাঈমুল হক ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন- রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা


তিনি জানান, বেলা ১১টার দিকে এপিবিএন সদস্যরা মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিমকে গ্রেপ্তার করে। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা (নম্বর ১২৬) করেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর অফিসের বাইরে ৫ রাউন্ড গুলি করে। ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান। 


আরও পড়ুন- পরিবারের অভিযোগ: মুহিবুল্লাকে খুন করেছে আরসা


খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘‘এমএসএফ’’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে উখিয়া থানা পুলিশকে মরদেহ হস্তান্তর করা হয়।



   

About

Popular Links

x