Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহী বিমানবন্দর থেকে ১৭ রাউন্ড গুলি জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিমানবন্দর এপিপিএন চেকপোস্টে ওই যাত্রীর দেহ তল্লাশি করে ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৯:৪২ পিএম

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমান যোগে ঢাকায় যাওয়ার সময় এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৫ টায় নওগাঁ ধামরহাট এলাকার বাসিন্দা বারি শাহ চৌধুরি নামক ওই ব্যাক্তির থেকে এই গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহ মখদুম বিমানবন্দরের দায়িত্বরত পুলিশের সাব-ইন্সপেক্টর উৎপল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিমানবন্দর এপিপিএন চেকপোস্টে ওই যাত্রীর দেহ তল্লাশি করে ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য তাকে বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। 

বারি শাহ চৌধুরী বলছেন অস্ত্র তার বাবা মৃত আব্দুল কুদ্দুস শাহ চৌধুরীর। তার বাবার নামে লাইসেন্সও রয়েছে। সাপাহার থানা থেকে লাইসেন্স এর একটি কপি এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে। তার লাইসেন্স যাচাই-বাছাই চলছে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে থানায় হস্তান্তর করেছে। তার অস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। তিনি ফিলিং স্টেশনের ব্যবসা করেন। সাপাহার থানায় খোঁজ নেওয়া হয়েছে। তার নামে আগের কোনো মামলা নেই। বৈধ কাগজ থাকলে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।

   
Banner

About

Popular Links

x