Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

রবিবার সকালে কুমিল্লা-বরুড়া সড়কের আমড়াতলী ইউনিয়নের লাইজলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২:৪৮ পিএম

কুমিল্লার বরুড়া উপজেলায় অন্তত ৩০ যাত্রী নিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে বলে জানা গেছে। 

রবিবার (৩ অক্টোবার) সকালে কুমিল্লা-বরুড়া সড়কের আমড়াতলী ইউনিয়নের লাইজলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এসময় আহত হয়েছে নারী, পুরুষসহ প্রায় ১৫ যাত্রী। তবে দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বলাকা পরিবহনের একটি বাস বরুড়া থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যায়। সড়কের লাইজলা এলাকায় পৌঁছলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে স্থানীয়দের সহযোগিতা করে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।


   

About

Popular Links

x