Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাঁস খেল ধান, সংঘর্ষে প্রাণ গেল তরুণের

এ ঘটনায় আহত হয়েছেন নিহত তরুণের বাবা-মা

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৬:০৬ পিএম

ফরিদপুরের সদরপুরে হাঁসে ধান খাওয়াকে নিয়ে দুই পরিবারের সংঘর্ষে রাসেল শেখ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের বাবা ছন্দু শেখ (৫০) ও মা আফরোজা বেগম (৪০)।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পতন্দরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ছন্দু শেখের হাঁস প্রতিবেশী হাসেম খানের জমিতে গিয়ে প্রতিদিন ধানগাছ খেয়ে ফেলে এবং নষ্ট করে দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলে আসছিল।

এর জেরে শনিবার সন্ধ্যায় দুই পরিবারের মাধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় লাঠির আঘাতে রাসেল শেখ ও তারা বাবা-মা আহত হন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার দুপুরে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, নিহত রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সদরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x