মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডেনের কার্টুনিস্ট লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার (৩ অক্টোবর) সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছাকাছি স্থানে মৃত্যু হয় তার।
এএফপির এক প্রতিবেদনে সুইডিশ পুলিশের বরাতে বলা হয়েছে, পুলিশের গাড়িতে থাকা অবস্থায় একটি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ হয়। এসময় কার্টুনিস্ট ভিল্কস ও দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ট্রাকচালক আহত হন।
দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, কার্টুনিস্ট ভিল্কসকে বহনকারী গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত নয়। বিষয়টি খুবই অকল্পনীয় এবং দুঃখজনক বলেও জানান পুলিশের ওই মুখপাত্র।
২০০৭ সালে ডেনমার্কের একটি সংবাদপত্রে তার আঁকা মহানবী (সা.)- এর কার্টুনটি প্রকাশিত হয়। এরপর থেকেই প্রাণনাশের হুমকির কারণে পুলিশি নিরাপত্তায় চলাফেরা করতেন তিনি।