Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই তরুণীর লাশ উদ্ধার করে

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৭:৪১ পিএম

চট্টগ্রামের কালিরহাটের একটি বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মররদেহ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতুল ফেরদৌস উর্মি (২১) নামে ওই তরুণী পেশায় পোশাক শ্রমিক। বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। তার বাবার নাম মোজাম্মেল হক।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বন্দরনগরীর একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার পরও ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাকে ডাকতে শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উর্মির মরদেহ উদ্ধার করে। 

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিবারের সদস্যরা এখনও চট্টগ্রামে পৌঁছাতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x