Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

১৯ হাজার ছাড়াল এ বছরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৭:৫২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৩৩ জনে। যার মধ্যে অক্টোবর মাসে রোগী ভর্তি হয়েছেন ৯৩৬ জন।

মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে আরও ২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৫১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। 

নতুন ১৯৭ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০১ জনে।

ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৭০ জন।

   

About

Popular Links

x