Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার ও দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জেলা ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৭:৫৬ পিএম

গোপালগঞ্জে এক যুবলীগ নেতাকে বহিষ্কার ও দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে পাঠানো দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বহিষ্কৃত যুবলীগ নেতা হলেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ।

অন্যদিকে, সাময়িক অব্যাহতিপ্রাপ্ত দুই ছাত্রলীগ নেতা হলেন- কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন ও সাধারণ সম্পাদক আলীউজ্জামান জমির। 

জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক তানভীর হাসান জনির সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এম বি সাইফ বি মোল্লার নির্দেশক্রমে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান আজিজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

অন্যদিকে, ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরাধী কার্যকলাপে জড়িত থাকায় কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ  ছোটন ও সাধারণ সম্পাদক আলীউজ্জামান জমিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

   
Banner

About

Popular Links

x