Thursday, July 10, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে বসছে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র

যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা এই কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এটি সংগ্রহ করতে পারবেন

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১০:২১ পিএম

শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র বসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ বিষয়ে উপাচার্য বলেন, “জাতীয় পরিচয়পত্র হলো শিক্ষার্থীদের জন্য সবক্ষেত্রে একটি প্রয়োজনীয় উপাদান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই এটি নেই। তাই শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনায় আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে টিএসসিতে একটি বুথের ব্যবস্থা করেছি।”

যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা এই কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি সংগ্রহ করতে পারবেন।

   
Banner

About

Popular Links

x