Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ ‘আরসা’ সদস্য আটক

আটক রোহিঙ্গারা ‘আরসা’ সংগঠনের নামে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়া ক্যাম্প রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) পাঁচ সদস্যকে অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। 

শনিবার (৯ অক্টোবর) ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন-- কুতুপাল ক্যাম্পের মো. খালেদ হোসেন (৩৩), ১/ইস্ট ক্যাম্পের মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫),  মোহাম্মদ কলিম (১৮) ও মো. ইলিয়াস (২২)। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটক রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় “আরসা” সংগঠনের নামে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ হয়রানিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

   

About

Popular Links

x