Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘রেস্টুরেন্টে খেতে দেখাতে হবে টিকা সনদ’

যারা টিকা নেননি তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০১:২৬ এএম

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে রেস্টুরেন্টে বসে খাওয়ার ক্ষেত্রে টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। যারা টিকা নেননি তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না বলেও জানান তিনি ।

সোমবার (৩ জানুয়ারি) ওমিক্রন প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

মন্ত্রী বলেন, টিকা নেননি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো রেস্টুরেন্ট সেবা দেয় তাহলে সেই রেস্টুরেন্টকে জরিমানা করা হবে। প্রাথমিকভাবে ১৫ দিন সময় দেওয়া হবে, তারপর সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এছাড়া, গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কেউ মাস্ক ছাড়া গণপরিবহনে উঠলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে জানান তিনি।

About

Popular Links