Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪ জন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৫:৩২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন। নতুন রোগীদের মধ্যে দুইজন ঢাকার এবং বাকি দুইজন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৮ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩০ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন বছরে এখন পর্যন্ত ৫২ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন। ২০২১ সালে মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

About

Popular Links