Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে পিকআপ সিএন‌জি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত

শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৫:৫৩ পিএম

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ সিএন‌জির মু‌খোমু‌খি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট‌্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষ‌নিকভা‌বে তা‌দের পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজনের মধ্যে একজনের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায় এবং অপর-দুজনের জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, “মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএন‌জি চালিত অটোরিকশার সঙ্গে মধুপুরগামী পিকআপভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন৷”

তিনি আরও বলেন, “তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত প‌রিবহনগু‌লো জব্দ করে থানায় আনা হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।”

About

Popular Links