Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: দেশে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১,৪৯১

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬.৭৮%

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৫:০১ পিএম

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও ১,৪৯১ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,১০২ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে পৌঁছেছে। এর আগে শনিবার করোনাভাইরাসে একজনের মৃত্যু ও ১,১১৬ জনের শনাক্ত হয়েছিল।

রবিবার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ৬.৭৮%। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৬৫%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৭৬%।

এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৩১%।

বিশ্ব পরিস্থিতি

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ১৯ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে মারা গেছেন পাঁচ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরানে ১৯ লাখ ১৭ হাজার ৫৬৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭৭৫ জনে ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে ৫ হাজার ১১৬ মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৪ লাখ ৮৪ হাজার ৭২ জন।

About

Popular Links