Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

১৮৮ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের বিমান সাগরে বিধ্বস্ত

ওই বিমানটিতে ক্রুসহ ১৮৮ জন আরোহী ছিল

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১০:৪৮ এএম

ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের একটি বিমান সাগরে বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটিতে ক্রুসহ ১৮৮ জন আরোহী ছিল।

দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, সোমবার সকালে জাকার্তা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি সাগরে বিধ্বস্ত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটির মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোও তার টুইটারে সাগরে ভাসতে থাকা ব্যাগ, বই, স্মার্টফোন এবং বিমানটির ধ্বংসাবশেষের কিছু অংশের কয়েকটি ছবি পোস্ট করেছেন। যাতে বলা হয়, সেগুলো অনুসন্ধানকারী জাহাজ ও এর উদ্ধারকর্মীরা উদ্ধার করেছে।  

তিনি বলেন, বিমানটিতে দুটি শিশুসহ ১৮১জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। 

কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে সকাল ৬টা ২০ মিনিটে পাংকাল পিনাংগে যাত্রা করে।  জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই যাত্রীবাহী লায়ন বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এরপরই দ্রুত অনুসন্ধান ও উদ্ধার দল সাগরে বিমানটির খোঁজে নেমে পড়ে। তবে বিমানটির আরোহীদের ভাগ্যে ঠিক কি ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

এদিকে ইন্দোনেশিয়ার একটি টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায় সাগরে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে এবং সেখানে কিছু ধ্বংসাবেশেষ চিহ্ন রয়েছে। 


About

Popular Links