Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় ফায়ার সার্ভিসের সেবা পেতে হটলাইন নম্বর ১৬১৬৩

জরুরি সময়ে ১১ ডিজিটের টেলিফোন নম্বর মনে রাখা কিছুটা কষ্টসাধ্য। মানুষ যাতে সহজেই সেবা চাইতে পারে, সে জন্য পাঁচ ডিজিটের এই হটলাইন চালু

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৩:৫৬ পিএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে নতুন হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছে। জরুরি সেবা পেতে এ নম্বর ছাড়াও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের বর্তমানে চালু ১১ ডিজিটের ফোন নম্বরও সচল থাকবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাগ্রহীতাদের ফায়ার সার্ভিসে তথ্য দেওয়ার অন্যতম মাধ্যম হলো টেলিফোন। ফায়ার সার্ভিস তথ্যপ্রাপ্তির ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছে। জরুরি সময়ে ১১ ডিজিটের টেলিফোন নম্বর মনে রাখা কিছুটা কষ্টসাধ্য। মানুষ যাতে সহজেই ফায়ার সার্ভিসে সেবা চাইতে পারে, সে জন্য পাঁচ ডিজিটের এই হটলাইন চালু করা হলো।

About

Popular Links