Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিইসি: শামীম ওসমান আচরণবিধি ভেঙেছেন, তবে তা শাস্তিযোগ্য নয়

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে সিটি করপোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৩:৪৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাব বলেছেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়লেও সেটি  নোটিশ করে আইনের আওতায় আনা বা শাস্তি দেয়ার  মতো কোনো আচরণবিধি লঙ্ঘন করেনি।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের হল রুমে সিটি করপোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কে এম নুরুল হুদাব বলেন, এ নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলাবাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।


আরও পড়ুন- শামীম ওসমান: প্রার্থী কলাগাছ নাকি আমগাছ দেখার বিষয় না


এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলমসহ নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন ওয়ার্ডের প্রিজাইডিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে নাসিক (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করার ঘোষণা দেন সাংসদ শামীম ওসমান।  

   

About

Popular Links

x