Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আগামী কয়েক দিন এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯:৫৬ পিএম

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী কয়েক দিন এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউনকে বলেন, “দেশের কিছু এলাকা, বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, যশোরের দিকে বৃষ্টি শুরু হয়েছে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল চট্টগ্রামসহ আরও এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৪/১৫ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কখনও টানা কখনও থেমে থেমে হতে পারে। এই কদিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে।” 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এর প্রভাবে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফেনীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল তেতুলিয়ায়  ১১ দশমিক ৯। এ হিসাবে তাপমাত্রা আরও খানিকটা বেড়েছে। এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩, আজ ১৮ দশমিক ৪। ময়মনসিংহে ছিল ১৬ দশমিক ২, আজ ১৭ দশমিক ৮, চট্টগ্রামে ছিল ১৭ দশমিক ২, আজ ১৭,  সিলেট  ছিল ১৫ দশমিক ৮, আজ ১৭ দশমিক ৯,  রাজশাহীতে ছিল ১৬ দশমিক ৩, আজ ১৫ দশমিক ৩,  রংপুরে ছিল ১৩, আজ ১৮ দশমিক ৪, খুলনায় ছিল ১৬ দশমিক ৫, আজ ১৮ দশমিক ৬ এবং বরিশালে ছিল ১৩ দশমিক ৮, আজ ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

About

Popular Links