Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

শেখানো হচ্ছে হাত ধোওয়া, খাবার রাখা হচ্ছে মাটিতে

এক শিক্ষার্থী বলে, ‘খাওয়ার আগে আমাদের কীভাবে হাত ধুতে হয় সে বিষয়ে অনুষ্ঠানে শিক্ষা দেওয়া হল। অথচ আয়োজকরা খাবার মাটিতে রেখে আমাদের মধ্যে নাস্তা বিতরণ করলেন। তাহলে আমরা এই অনুষ্ঠানে এসে কী শিক্ষা পেলাম।’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০৫:২১ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষ্যে হাত ধোওয়া অনুষ্ঠানে মাটিতে খাবার রেখে বিতরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার স্যানিটেশন মাস উপলক্ষ্যে শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নাস্তা বিতরণের সময় এমন ঘটনা ঘটে। 

জানা গেছে, স্যানিটেশন মাস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে খাওয়ার আগে কীভাবে হাত ধুতে হবে সে বিষয়ে শেখানো হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মাটিতে নাস্তা রেখে বিতরণ করা হয়। এভাবে নাস্তা বিতরণ করায় অনেক শিক্ষার্থীই ক্ষোভ প্রকাশ করেছে। 

নাম প্রকাশ না করা শর্তে এক শিক্ষার্থী বলে, ‘খাওয়ার আগে আমাদের কীভাবে হাত ধুতে হয় সে বিষয়ে অনুষ্ঠানে শিক্ষা দেওয়া হল। অথচ আয়োজকরা খাবার মাটিতে রেখে আমাদের মধ্যে নাস্তা বিতরণ করলেন। তাহলে আমরা এই অনুষ্ঠানে এসে কী শিক্ষা পেলাম।’

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আকিব খান বলেন, ‘আমার অফিস সহকারীদের নাস্তা বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা যেটা করেছে তা ঠিক হয়নি।’

About

Popular Links